ভারতের বিপক্ষে স্বপ্নের সেমিফাইনালে শত রান পেরুলো বাংলাদেশ দল। আর এ ম্যাচে ক্যারিয়ারের ৩৮তম হাফ ফিফটি তুলে নিলেন তামিম ইকবাল।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় এ সেমিফাইনাল ম্যাচে ভারতের সঙ্গে টস হেরে ব্যাট করতে নামেন তামিমরা। ১৯ ওভার পর্যন্ত ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৪ রান।
৬২ বলে ৫০ রান করে ক্রিজে আছেন তামিম। আর সঙ্গে আছেন ৩৭ বলে ২৫ রান করা মুশফিকুর রহিম।
এজবাস্টনে ম্যাচের প্রথম ওভারের শেষ বলে ভারতের পেসার ভুবেনেশ্বর কুমারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। দুই বলে কোনো রান না করেই বোল্ড হন তিনি।
ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ভুবেনেশ্বরে দ্বিতীয় আঘাতে আউট হন ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান। ২১ বলে ১৯ রান করেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বাংলাদেশের ভাবনায় ছিল না সেমিফাইনালে খেলা। তবে বৃষ্টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় সেই পথ তৈরি করে দেয়।
প্রথম মূলপর্বে অংশগ্রহণে প্রথমবারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ মাশরাফিদের। সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ভারত এক্ষেত্রে বাধার নাম।
শক্তি আর পরিসংখ্যানে ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত ৩২ ম্যাচে ৫ জয়ের বিপরীতে টাইগারদের পরাজয় ২৬ ম্যাচে।
পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ফর্মে থাকা তামিম ইকবাল, সাকিব আর মাহমুদুল্লারা ঝলে উঠলে জয় পাওয়া কঠিন হবে না বাংলাদেশের জন্য।
অন্যদিকে এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে কোহলিদের টপকাতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডে, কেদার জাদব, রবিন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরা।
ওয়াই/সি